সময়েরকলম অনলাইন: মারা গেছেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সংগঠক সাংবাদিক সুমন মাহমুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে রাজধানীর পুরোনো ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। কিন্তু তাঁর স্ত্রী চিকিৎসক (ক্যান্সার বিশেষজ্ঞ) পারভীন শাহীদা আকতার বলেন, পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। তবে তাঁর নিউমোনিয়ার সমস্যা ছিল। শুক্রবার রাতে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
২৩ মে / সময়ের কলম / এমএসআইএস